সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এমপি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ৯:৫৫ অপরাহ্ণ |
সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এমপি

নিজস্ব প্রতিবেদক : সুজানগরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি ক্ষতিগস্থ ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সুজানগর বাজার বণিক সমিতির আহ্বায়ক ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, বাজার বণিক সমিতির যুগ্ন আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, আওয়ামী লীগ নেতা এ এফ এম মনিরুল ইসলাম তরুন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, উপ দপ্তর সম্পাদক রেজাইল করিম রেজা মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় এমপি আহমেদ ফিরোজ কবির ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জানানোর পাশাপাশি সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পৌর বাজারের আলহাজ্ব হেলাল উদ্দিন মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১ কোটি টাকার উপরে ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

স্থানীয়রা জানান উক্ত মার্কেটের টিনের একটি দোকানে হঠাৎ আগুন দেখা যায়। মুহূত্তেই এ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। দোকানের ভিতর থাকা এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আরো ভয়াবহ রুপ নেয় আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় ২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগে আগুনে পুড়ে সম্পূর্ণ পুড়ে যায় মোকাদ্দেস এর ডিজেল, পেট্রোল ও গ্যাস সিলিন্ডারের দোকান, সুমন ইলেকট্রনিক্স এর দোকন, রিয়াজ ফার্নিচারের দোকান ও টিপুর সারের দোকান,আর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে আরো কয়েকটি দোকান।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে