সুজানগরে লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ৮:০৭ অপরাহ্ণ |
সুজানগরে লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগরে লাইসেন্স ছাড়া এলপি (সিলিন্ডার) গ্যাস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা করেছে। বুধবার (১৪ অক্টোবর) সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হল রোড এলাকায় বিভিন্ন দোকানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বিস্ফোরক লাইসেন্স ছাড়াই এলপি (সিলিন্ডার) গ্যাস বিক্রির অপরাধে আমজাদ স্টোর কে দুই হাজার টাকা, রবিউল স্টোর কে পাঁচ হাজার টাকা ও সঞ্জয় স্টোর কে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু ব্যবসায়ী বিনা লাইসেন্সে ও যত্রতত্র এলপি গ্যাস বিক্রি করায় বিস্ফোরণ ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তাই এটি নিরোধে অভিযান চালানো হয়েছে, যা অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে