সাপাহারে ভেজাল কীটনাশক রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ৭:৪৯ অপরাহ্ণ |
সাপাহারে ভেজাল কীটনাশক রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নয়ন বাবু, সাপাহার : নওগাঁর সাপাহারে ভেজাল কীটনাশক রাখার অপরাধে সদরের তিলনা রোডে অবস্থিত মেসার্স আবু ট্রেডার্স এর দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসার মজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মুনিরুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মজিবুর রহমান বলেন, কৃষক যেনো সার ও কীটনাশক ক্রয় করে প্রতারিত না হয় সেই লক্ষে এই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত আছে ও আগামীতেও চলমান থাকবে বলেও জানান তিনি।

 

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে