সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে পোরশায় মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ |
সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে পোরশায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, পোরশা : সারাদেশে ঘটে যাওয়া নারী নির্যাতন, নারী ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে নওগাঁর পোরশায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নেট্জ বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন এর সহযোগীতায় এবং নারী অধিকার প্রকল্প, ডাসকো ফাউন্ডেশন ও পোরশা উপজেলা প্রেস ক্লাবের যৌথ আয়োজনে বুধবার সকাল ১০টায় সরাইগাছি মোড়ে ঘন্টাব্যাপি ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, ডাসকো ফাউন্ডেশনের ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার আবুল কালাম আজাদ, প্রেস ক্লাব সহ-সভাপতি কামরুজ্জামান বাবু, সাধারাণ সম্পাদক এম রইচ উদ্দিন। মানববন্ধনে কোষাধ্যক্ষ হুমায়ন কবির, সদস্য আবু রাইহান মুন্না, সালাউদ্দিন ও আনোয়ার হোসেন সংশ্লিষ্ট সংস্থার প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান, ফিল্ড অফিসার ভানু রানী সহ স্থানীয় বিপুল সংখ্যক জনসাধারন অংশ গ্রহণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে