নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু শিবির

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০; সময়: ১০:১৯ অপরাহ্ণ |
নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু শিবির

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদে বিনামূল্যে একদিনের চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদান নবী রিপনের উদ্যোগে ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতাল, নওগাঁর সার্বিক সহযোগিতায় ১৩ অক্টোবর মঙ্গলবার চাঁন্দাশ ইউনিয়ন পরিষদে বিনামূল্যে দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন নওগাঁ ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মীর নাজমুস সাদাত, ক্যাম্প অর্গানাইজার মোঃ জাহাঙ্গীর আলম, জুনিয়র অপটোমেট্রিক মোঃ এনামুল ইসলাম, জুনিয়র স্টাফ নার্স মোছাঃ সম্পা আক্তার, মোছাঃ রোজিনা খাতুন, শিল্পী রানী মূর্মূ, উদয়ন কুমার বড়ুয়া প্রমূখ।

এতে প্রায় ২শ চক্ষু রোগির ফ্রি চিকিৎসা এবং ৩০ জন রোগির ছানি অপারেশন করা হয়।

 

  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে