মান্দায় গৃহবধূর মৃত্যুতে স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০; সময়: ৪:২৩ অপরাহ্ণ |
মান্দায় গৃহবধূর মৃত্যুতে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জলি খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জের ধরে সিড়িঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে জলি। তবে নিহতের স্বজনদের অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

গৃহবধূ জলি খাতুন উপজেলার কশব ইউনিয়নের আবুল হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সোমবার রাতের এ ঘটনায় জলির স্বামী আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত জলির স্বজনরা জানান, প্রায় ১১ বছর আগে জেলার আত্রাই উপজেলার মদনডাঙ্গা গ্রামের জালাল উদ্দিনের মেয়ে জলির সঙ্গে মিঠাপুর গ্রামের বাহার আলীর ছেলে আবুল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর জামাই আবুল হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিদেশ থেকে ফিরে আসার পর জামাই আবুল হোসেনসহ পরিবারের লোকজন মেয়ে জলির নিকট থেকে মোটা অংকের যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে।

নিহতের বাবা জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, একই দাবিতে গত এক সপ্তাহ ধরে মেয়ে জলিকে নির্যাতন করে আসছিল জামাইসহ পরিবারের লোকজন। এসব বিষয় নিয়ে মেয়েকে নির্যাতন চালিয়ে তাকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। মেয়ের শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় জামাই আবুল হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, গৃহবধূর মৃত্যু ঘটনায় তার বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় নিহতের স্বামী আবুল হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে