নওগাঁয় করোনা মোকাবেলা ও দুর্গাপুজা উৎযাপন বিষয়ক মতবিনিময়

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০; সময়: ৩:৩৩ অপরাহ্ণ |
নওগাঁয় করোনা মোকাবেলা ও দুর্গাপুজা উৎযাপন বিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ২য় পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলা এবং আসন্ন দুর্গাপুজা উৎযাপন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন অডিটরিয়ামে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ এর সভাপতিত্ত্বে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম পি ।

 

এসময় মন্ত্রী বলেন, ২য় পর্যায়ে করোনা ভাইরাস মোকাবেলা সরকার যথাযত ব্যবস্থা ইতিমধ্যে হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলার স্বাস্থ্য বিভাগকে সতর্কতামুলক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন মন্ত্রী। অপরদিকে আসন্ন দুর্গা পুজায় জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং সরকারের বেধে দেওয়া সামাজিক দুরুত্ব মেনে যথাযত মর্যাদায় পালনের আহ্বান জানান মন্ত্রী।

 

এসময় বদলগাছি- মহাদেবপুর আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, চেয়ারম্যান সচিব সংস্কার বোর্ড ইয়াকুব আলী পাটোয়ারী, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া সহ জেলা ও উপজেলা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • 174
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে