নিয়ামতপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০; সময়: ২:০১ অপরাহ্ণ |
নিয়ামতপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মহামারী করোনা ভাইরাসের কারণে দিবসটির অন্যান্য কর্মসূচী পালন করা সম্ভব হয়নি।

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “দূর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন”।

আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ।

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস বাস্তবায়ন ও আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন । হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসাউর রহমান, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম, পাড়ইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, উপজেলা একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জনি আহমেদ।

  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে