মান্দায় লক্ষাধিক টাকার কচাল জাল ধ্বংস

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২০; সময়: ৭:২৪ অপরাহ্ণ |
মান্দায় লক্ষাধিক টাকার কচাল জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ কচাল জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আত্রাই নদীর উজানে মদনচক এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এসব জাল আটক করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক জানান, নিষিদ্ধ জাল ব্যবহার করে নদীর মদনচক এলাকায় অভয়াশ্রমে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদী থেকে লক্ষাধিক টাকা মূল্যের কচাল জাল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার দন্ডনীয় অপরাধ।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, ক্ষেত্র সহকারি শরীফ আহমেদ, অফিস সহকারি জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে