শিবগঞ্জে গাছের সাথে শত্রুতা !

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২০; সময়: ৬:৪০ অপরাহ্ণ |
শিবগঞ্জে গাছের সাথে শত্রুতা !

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর পূর্ব শত্রুতার জেরে বসত ভিটার বিভিন্ন ধরনের ১০টি গাছ কর্তনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ নিয়ে শনিবার শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী তোহরুল ইসলাম। অভিযোগে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী গ্রামের ইদ্রিশ আহমেদের দুই ছেলে মফিজুল ইসলাম (৪২) ও শাহাদাৎ হোসেন (৪০) পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত শনিবার সকাল সাড়ে ১০টার তোহরুলের বসতভিটায় অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে সাতটি মেহগনি, দুটি কাঁঠাল ও একটি আমগাছ কেটে ফেলে এবং একটি পায়খানা ভেঙ্গে নষ্ট করে দেয়।

ফলে প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রতিপক্ষ মফিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার অভিযোগ স্বীকার করে বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হলে বাধ্য হয়ে এ ঘটনাটি ঘটিয়েছি। যার ফলে তোহরুল মামলা করলেই একটি সমাধানের পথ বেরিয়ে আসতে পারে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এএসআই আব্দুল মালেক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, মফিজুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিশ আহমেদ স্থানীয়ভাবে সমাধানের জন্য মৌখিকভাবে আবেদন করেছেন।

  • 76
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে