নওগাঁয় মিডিয়া মোবিলাইজেশন কর্মশালা

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০; সময়: ৮:১৩ অপরাহ্ণ |
নওগাঁয় মিডিয়া মোবিলাইজেশন কর্মশালা

জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : নারী ও শিশুর প্রতি ডেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহনে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে মিডিয়া মোবিলাইজেশন কর্মশালা ।

বৃহষ্পতিবার নওগাঁ জেলা প্রেসক্লাবের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন ছিলো। ব্র্যাকের সহযোগিতায় বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড) কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দীন। সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মো: রায়হানুল ইসলাম।

এছাড়া আলোচনায় অংশ নেন- ব্রেড -এর নির্বাহী পরিচালক শহীদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক অবক্ষয়রোধে পরিবারের ভূমিকা অপরিসীহিম। পরিবারই প্রথম প্রতিষ্ঠান যেখানে সন্তানেরা প্রাথমিক জ্ঞান লাভ করে। বর্তমান সামাজিক বৈষম্যই নারী ও শিশু নির্যাতনের অন্যতম কারন উল্লেখ করেন বক্তারা।

তারা আরো বলেন, বিলম্বিত বিচার ব্যবস্থা, ধনী গরীবের বৈষম্য, সহিংসতার আলামত নষ্ট করার ফলে অপরাধীরা প্রশ্রয় পায়। যার ফলে দিন দিন বাড়ছে অন্যায় ও পাশবিকতা।

পরে ব্রেড -এর আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে অভিভাভাবদের সাথে সভা অনুষ্ঠিত হয়। এতে ২০ জন অভিভাবক অংশ নেন।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে