শাহজাদপুরে অবৈধ বালু ও ড্রেজার নিলামে বিক্রি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০; সময়: ১১:০৪ পূর্বাহ্ণ |
শাহজাদপুরে অবৈধ বালু ও ড্রেজার নিলামে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলনকারীকে জরিমানা, অবৈধ ড্রেজার, পাইপ ও উত্তোলিত বালু নিলামে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ শামসুজ্জোহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন।

প্রথমে চরা চিথুলিয়ায় বালু ব্যবসায়ী সেলিম মন্ডলের অবৈধ বালুর ড্রেজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও এ কাজে ব্যবহৃত দুটি পাইপ নিলামে ৯ হাজার টাকা ও একই সময়ে ডায়া গ্রামে অভিযান পরিচালনা করে ১২৩ টি পাইপ ও একটি আনলোড মেশিন ৪ লক্ষ ২১ হাজার ৫শ টাকায় নিলামে সর্বোচ্চ দরে বিক্রী করেন। এছাড়াও শ্রীফলতলা গ্রামে অবৈধভাবে বালু স্তুপ করে বিক্রি করার দায়ে আব্দুল হালিম ও জুয়েল নামে দুই ব্যবসায়ী ৫০ হাজার করে জরিমানা করেন। এছাড়া শ্রীফলতলা গ্রামে অবৈধ বালু স্তুপ করে বিক্রির দায়ে হাসমত আলীর এ বালু নিলামে সাড়ে তিন লক্ষ টাকায় বিক্রি করে ভ্রাম্যমাণ আদালত ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ শামসুজ্জোহা জানিয়েছেন, আমাদের উপজেলার কোথাও অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। যেখানেই অনিয়ম হবে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে