ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২০; সময়: ১২:৪৮ অপরাহ্ণ |
ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : সারাদেশে নাগাতার ধর্ষণ ও নির্যাতেনর প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে সাধরন শিক্ষার্থীরা। আজ সকালে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থী, ফারিয়া চৌধুরী সমপ্রীতি, তারুন্য ইসলাম, এহসান আহমেদ আকাশ, রামীম ইসলাম, সৈরব আহমেদ সিয়াম, তামীমসহ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার কারণে নারীরা আজ ঘরে বাইরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষনকারীরা দেশ ও জাতির শত্রু। তারা দেশের সুনাম ও জাতির সুনাম নষ্ট করছে। তাই ধর্ষনকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানান।

এছাড়াও ধর্ষনকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড আইনের দাবি জানান শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে শতাধিক সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • 83
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে