ধামইরহাটে ভার্চুয়ালে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০; সময়: ৮:৫৩ অপরাহ্ণ |
ধামইরহাটে ভার্চুয়ালে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। ৬ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাচুয়াল সিস্টেমে জাতীয় জন্ম নিবন্ধন দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সালেহ উদ্দিন আহমেদ, ফজলুর রহমান, শাহজাহান আলী কমল, ওসমান আলী, ইসরুল কায়েস বাদল, আব্দুস সালাম, ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক, সবদুল ইসলামসহ সকল ইউনিয়নের সচিবগণ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ জুম মিটিংয়ে অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, প্রতিটি শিশুকে জন্ম নিবন্ধন ও মৃত ব্যক্তি নিবন্ধনের জন্য সরকার স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উপজেলা চেয়ারম্যান আজাহার আলী বলেন, শুধু চেয়ারম্যান নয় ইউপি সচিবদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ যেন সহজেই জন্ম বা মৃত্যু নিবন্ধন করতে পারে, সেটাই দায়িত্ববান সকলকেই নিশ্চিত করতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে