সুজানগরে বন্যার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০; সময়: ৬:৩১ অপরাহ্ণ |
সুজানগরে বন্যার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলার পদ্মানদী তীরবর্তী বন্যা কবলিত ভাঁয়না, সাতবাড়িয়া, মানিকহাট, নাজিরগঞ্জ ও সাগরকান্দি ইউনিয়নের বন্যার্ত মানুষদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। রেড ক্রিসেন্ট পাবনা জেলা ইউনিটের আয়োজনে উক্ত ইউনিয়ন সমূহের পাঁচশত বন্যার্ত পরিবারের মাঝে এ ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ মাঠ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এ ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।

এর আগে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট পাবনা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। অনুষ্ঠানে সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সুজানগর বিআরডিবির সাবেক সভাপতি ও জেলা কৃষকলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আহমেদ ফররুখ কবির বাবু, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী, আব্দুস ছাত্তার প্রাং ,শফিউল ইসলাম শফি, কামরুজ্জামান দয়াল, আইনাল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্র জানায় বিতরণকৃত প্রতিটি ফুড প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ ও সুজিসহ অন্যান্য শুকনা খাদ্য সামগ্রী ।

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে