আদমদীঘিতে জব্দ করা সরকারি চাল এতিমখানায় বিতরণ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২০; সময়: ১০:৩১ অপরাহ্ণ |
আদমদীঘিতে জব্দ করা সরকারি চাল এতিমখানায় বিতরণ

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে সরকারি ত্রান ও খাদ্যবান্ধব কর্মসুচীর জব্দ করা ২১ বস্তা চাল আদালতের আদেশে তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। সোমবার ৫ অক্টোবর দুপুরে এসব চাল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন।

উল্লেখ্য : গত ২১ এপ্রিল আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচী ও ত্রাণ সামগ্রীর চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা ২১ বস্তা চাল পুলিশ কুন্দগ্রাম চকপাড়া একটি বাড়ি থেকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়। এদিকে আদালতের আদেশে উদ্ধার করা ২১ বস্তায় মোট ৮৩৯ কেজি চাল সোমবার দুপুরে উপজেলার আড়াইল সিদ্দিক হোসেন এতিম খানা, বিহিগ্রাম বাপিহারপাড়া এতিম খানা ও মটপুকুরিয়া নুরানী এতিম খানায় বিতরণ করা হয়।

এসময় সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, আড়াইল এতিম খানার সভাপতি ডা: মোখলেছার রহমান মন্ডলসহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে