পত্নীতলায় অদম্য সংগঠনের বৃক্ষরোপণ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২০; সময়: ৬:৩৪ অপরাহ্ণ |
পত্নীতলায় অদম্য সংগঠনের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : পরিবেশকে গাছ উপহার দিই, দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়ি, শ্লোগানকে প্রতিপাদ্য করে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে নওগাঁ জেলার অন্যতম সমাজসেবামূলক সংগঠন অদম্য নজিপুর পত্নীতলা নওগাঁ।

সোমবার (৫ অক্টোবর) সকালে নওগাঁর নজিপুর পৌরসভার নজিপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে নজিপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অর্জুন, মেহগনি, আমলকি, জারুল, পেয়ারাসহ বিভিন্ন ফলজ, বনজ এবং ঐষধি মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক গাছসহ বজ্রপাত প্রতিরোধে বেশ কিছু তাল বীজও এসময় রোপন করা হয়।

অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন ‘অদম্য নজিপুর’ আয়োজিত এই বৃক্ষরোপণ ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপন কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ্, উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম নজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোফাজ্জল হোসেন, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, সাবেক শিক্ষক তসলিম উদ্দিন মিঞা, মোজাহার আলী, নজিপুর পৌর মেয়র রেজাউল করিম বাবুসহ অদম্য নজিপুর সংগঠনের সংগঠকবৃন্দ।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি থেকে নজিপুর পৌরসভাকে একটি দূষণমুক্ত, সবুজ মডেল পৌরসভায় রুপায়ণের প্রত্যয় ব্যাক্ত করা হয়। ‘অদম্য নজিপুর’ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি সংগঠনের একটি চলমান কর্মসূচি। আবহাওয়া এবং গাছ লাগানোর মৗেসুম বিবেচনা করে ভবিষ্যতে পৌর অঞ্চলকে ছাড়িয়ে ইউনিয়ন পর্যায়েও এই কর্মসূচিকে বর্ধিত করা হবে।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে