শিবগঞ্জে নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২০; সময়: ৪:১৮ অপরাহ্ণ |
শিবগঞ্জে নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীতের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে বিসর্গ ফোরামের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শারমীন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, ইউএনও সাকিব আল-রাব্বি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নুরুননাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, মধুমতি বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন রেজাসহ অন্যরা। শেষে শিবগঞ্জ পৌর এলাকার এক নারী মুক্তিযোদ্ধা ও এক বীরাঙ্গানাকে সম্মাননা দেয়া হয়।

পাশপাশি উপজেলার ৩শ’৫০ জন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন মধুমতি বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড।

  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে