চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে লাঞ্চিতের ঘটনায় আটক বিকাশ এজেন্ট

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২০; সময়: ৭:৩৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে লাঞ্চিতের ঘটনায় আটক বিকাশ এজেন্ট

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বিকাশের টাকা তোলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুর বাজারে এক কলেজ শিক্ষার্থীকে খুটির সাথে বেঁধে রেখে লাঞ্চিতের ঘটনায় অভিযুক্ত বিকাশ এজেন্ট আশিকুর রহমান সোহানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মল্লিকপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল উদ্দীন সরদার। আশিকুর রহমান সোহান চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার বেলেপুকুর মহল্লার রেজাউল করিমের ছেলে।

বাবুল উদ্দীন সরদার জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিকাশের টাকা তোলা নিয়ে বিকাশ এজেন্টের মালিক সোহানের সাথে ওই কলেজ শিক্ষার্থীর ঝামেলা হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী বিকাশের দোকান থেকে চলে গেলে; পরে সোহান ওই শিক্ষার্থীকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে দোকানের খুটির সাথে বেঁধে রাখে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গতকাল শুক্রবার বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ সুপারের নির্দেশে রাতেই অভিযান চালিয়ে সোহানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

ওসি আরও জানায় এ ঘটনায় নাচোল থানায় শিক্ষার্থী বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে