নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ২ মিল মালিকের জরিমানা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২০; সময়: ৭:১২ অপরাহ্ণ |
নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ২ মিল মালিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে চালের চড়া দাম রোধ ও মজুদ ঠেকাতে বাজার মনিটরিং শুরু করেছে উপজেলা প্রশাসন। এছাড়া পাটজাত পণ্য ব্যবহার না করায় উপজেলার দুই মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন আখতার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় চালের চড়া দাম রোধ আর মজুদ ঠেকাতে বিভিন্ন গুদাম ও বাজারে মনিটরিংয়ে বের হন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন আখতার। তিনি চালের দর ¯ি’তিশীল রাখতে উপজেলার বিভিন্ন অটো রাইচ মিল পরিদর্শন করেন। অভিযানের সময় চাল সরবরাহের জন্য পাটজাত পণ্য ব্যবহার না করার অপরাধে আকবর অটো রাইচ মিলে ১০ হাজার টাকা ও তামিম সেমি অটোরাইচ মিলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম ও থানার এসআই আব্দুর রহিম উপ¯ি’ত ছিলেন।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে