নওগাঁয় ৩০ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় প্রদানের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২০; সময়: ৩:১৮ অপরাহ্ণ |
নওগাঁয় ৩০ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় প্রদানের দাবিতে মানববন্ধন

জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : ৩০ কার্য দিবসের মধ্যে ধর্ষন মামলার রায় প্রদানের দাবিতে মানববন্ধন হয়েছে নওগাঁয়। শনিবার দুপুরে শহরের মুক্তির মোড় প্রধান সড়কের পাশে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তারা বলেন, শাস্তি নিশ্চিত না হওয়ায় সমাজের ধর্ষনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিচার কাজ বিলম্বিত হওয়ায় ছাড় পাচ্ছে অনেক অপরাধীই। তাই ধর্ষন মামলার বিচারকার্য ৩০ কার্য দিবসের মধ্যে শেষ করে, দোষিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

মানববন্ধনে সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খান পিটুসহ শহরের গণ্যমান্য ব্যাক্তি বক্তব্য রাখেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে