জয়পুরহাটে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ কাজের উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ১, ২০২০; সময়: ৮:০৭ অপরাহ্ণ |
জয়পুরহাটে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার এমন প্রতিপাদ্যে বিষয় নিয়ে জয়পুরহাটে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পবিার দুপুরে এ কাজের উদ্বোধন করেন এলজিইডি’র রাজশাহী বিভাগের বিভাগীয় প্রকৌশলী আব্দুল মালেক সরকার।

এসময় উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এফ এম খায়রুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মতিন, ও সদর উপজেলা নির্বাহী কর্মর্কর্তা মিল্টন চন্দ্র রায়।

নির্বাহী প্রকৌলশী এফ এম খায়রুল ইসলাম জানান, মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশে এলজিইডি’র উদ্যোগে অক্টোবর মাসটিকে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণের মাস হিসেব ধরা হয়েছে। সেই উপলক্ষেই আজকে জয়পুরহাটের পাচঁটি উপজেলাতেই এ কাজের উদ্বোধন করা হয়।

তিনি আরো জানান , জয়পুরহাটে মোট সড়ক রয়েছে ১৮৮৩ কিলোমিটার তার মধ্যে ৯৮৬ কিলোমিটার পাকা করা হয়েছে। এখনো ৮৯৭ কিলোমিটার কাঁচা রয়েছে।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে