চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক নিয়োগ প্যানেল প্রবর্তনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২০; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক নিয়োগ প্যানেল প্রবর্তনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ২০১৪ সালে স্থগিত ও পরে ২০১৮ সালে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে মানববন্ধন হয়। ২০১৪ সালে স্থগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধনে অংশ নেয় নিয়োগ প্রত্যাশীরা।

মানববন্ধনে বক্তব্য দেন, নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটি জেলা শাখার আহ্বায়ক মোসা. শামীমা আক্তার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদস্য আবু রাইহান, আহসান হাবীব, জাকির হোসেন, জরিনা খাতুন, আব্দুর রাকিব, সারমিন খাতুন, আসমা খাতুন, জোসনা খাতুন, রুনা খাতুন, ফাতিমা, জোহরাসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। কিন্তু অপ্রত্যাশিতভাবে স্থগিত রেখে বিজ্ঞপ্তি প্রকাশের ৪ বছর পর ২০১৮ সালের ২০ এপ্রিল প্রথম ধাপের পরীক্ষা সম্পন্ন হয় এবং ১ জুন ৪ ধাপের পরীক্ষা শেষ হয়। এতে ১৪ লক্ষ আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয় ২৯ হাজার ৫’শ ৫৫ জন পরীক্ষার্থী। পর্যাপ্ত পরিমানে শূন্য পদ থাকা স্বত্বেও নিয়োগ দেয়া হয় মাত্র ৯ হাজার ৭’শ ৬৭ জনকে। এই ৪ বছরে একটি মাত্র পরীক্ষা নেয়ার কারনে চাকুরি বঞ্চিত হয়ে বেকার হয়ে পড়েছে দেশের মেধাবী পরীক্ষার্থীরা।

বক্তারা আরও জানান, জেলায় ৩’শ ৭২ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষা দিয়ে চাকুরি হয় মাত্র ১’শ ২৩ জনের। বাকিরা নিয়োগ প্যানেল প্রবর্তনের আশায় অপেক্ষার প্রহর গুনছেন। এসময় নিয়োগ প্যানেল প্রবর্তনের জোর দাবি জানান নিয়োগ প্রত্যাশীরা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে নিজেদের দাবির পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় ২০১৪ সালে স্থগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে