আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ অফিস ভাংচুর মামলার দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০; সময়: ৬:০৪ অপরাহ্ণ |
আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ অফিস ভাংচুর মামলার দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাংচুর মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সমসপাড়া গ্রামের মোন্নাফ আলীর ছেলে ইউনুছ আলী (৪৫) ও জেহের আলীর ছেলে খোকন (৪০)।

জানা যায়, দীর্ঘদিন থেকে বিদুতের লাইনের কাজ চলমান থাকায় ওই এলাকার ফিডারে সকাল- সন্ধ্যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে করে এলাকার হাজার হাজার গ্রাহক দুর্ভোগের শিকার হন। প্রতিদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভুক্তোভোগী জনগণ গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ আত্রাই জোনাল অফিসের সমসপাড়া অভিযোগ কেন্দ্রে হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনায় ওই অফিসের ইনচার্জ আমজাদ হোসেন বাদি হয়ে গত ২০ সেপ্টেম্বর আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, ৯ জনসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর থেকে অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যরা পলাতক রয়েছে। তবে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে