নওগাঁর মহাদেবপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০; সময়: ৫:৫৩ অপরাহ্ণ |
নওগাঁর মহাদেবপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ের নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ‘মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয়’ এর নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার এনায়েতপুর ইউনিয়নের শিবপুর (বুড়াশিবতলায়) নিজস্ব জমিতে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর করেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৩, মহাদেবপুর- বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম।

মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর আরিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, আওয়ামী লীগ নেতা অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহম্মদ মাহবুবুর রহমান ধলু, মহাদেবপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফয়েজ উদ্দীন।

শুভেচ্ছা বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম বলেন, বিদ্যালয়টি পার্ব্বতীপুর সমাজকল্যাণ সংস্থা কর্তৃক প্রতিষ্ঠার পর ২০১৩ সালের ১৮ জুলাই থেকে বরেন্দ্র অফিস মোড়ে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টির নিজস্ব ২৫ শতক জমিতে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে নিজস্ব ভবন নির্মাণের কার্যক্রম শুরু হলো।

তিনি আরো বলেন, বর্তমানে বিদ্যালয়ে ২০৪ জন অটিষ্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থী লেখাপড়া করছে। এছাড়াও ১৭ জন শিক্ষক, তারমধ্যে ৪ জন বি.এসএড প্রশিক্ষণপ্রাপ্ত, ৮জন কর্মচারী ও ৩জন ভ্যান চালকসহ ২৮জন কর্মরত রয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে