মান্দায় ডলার প্রতারক চক্রের মুলহোতা এরশাদ গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০; সময়: ৩:৩২ অপরাহ্ণ |
মান্দায় ডলার প্রতারক চক্রের মুলহোতা এরশাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ডলার প্রতারক চক্রের মুলহোতা এরশাদ আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এরশাদ আলী উপজেলার মৈনম ইউনিয়নের ভদ্রসেনা মোল্লাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। সোমবার সকালে অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এরশাদ আলী সংঘবদ্ধ একটি চক্র গড়ে তোলে ডলার বিক্রির প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এভাবে প্রতারনার ফাঁদে ফেলে সম্প্রতি এক ব্যবসায়ির নিকট থেকে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় ওই ব্যবসায়ি বাদি হয়ে মান্দা থানায় মামলা দায়ের করলে এরশাদকে গ্রেফতার করে পুলিশ।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক হাবিবুর রহমান, সহকারি উপপরিদর্শক জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স সোমবার সকালে অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ডলার প্রতারণার একাধিক মামলা চলমান রয়েছে। এরশাদকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

প্রসঙ্গত: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকখোড়াপাখিয়া গ্রামে ব্যবসায়ি শামীম হোসেনকে ডলার দেয়ার কথা বলে প্রথম দফায় কয়েকটি বিকাশ নম্বরে ২ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয় এরশাদ আলীসহ সংঘবদ্ধ একটি প্রতারক চক্র।

একই কথা বলে চক্রটি গত ১৮ সেপ্টেম্বর দুপুরে শামীম হোসেনকে ১৫ লাখ টাকা নিয়ে মংলাপাড়া গ্রামের শ্মশান ঘাট এলাকায় কলাবাগানে ডেকে নেন। সেখানে দেশিয় অস্ত্রের মুখে শামীমকে জিম্মি করে তার নিকটে থাকা ১৫ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটির সদস্যরা।

  • 29
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে