সাপাহার সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০; সময়: ৩:০৮ অপরাহ্ণ |
সাপাহার সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার বামনপাড়া সীমান্ত হতে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিতিত্তে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন এর অধীনস্থ বামনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক সম্বল বড়ুয়ার নের্তৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৪৪/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরুলিয়া গ্রামের অভ্যন্তরে ধানক্ষেতে অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় মদ (অফিসার চয়েস) উদ্ধার করে। অভিযান চলাকালীন সময়ে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। রোববার সাপাহার থানায় বিজিবি’র সদস্যরা একটি জিডি করেছেন।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে