ধামইরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক ১

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২০; সময়: ৮:৫২ অপরাহ্ণ |
ধামইরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক ১

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১ জনকে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেনের বিরুদ্ধে অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য সম্বলিত সংবাদ বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশ করে জনৈক সাংবাদিক।

এই মিথ্যা সংবাদটি ধামইরহাট বার্তা নামক গ্রুপে ভাইরাল করার অপরাধে গোপিরামপুর গ্রামের মৃত জাফের উদ্দিনের ছেলে ও উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন নিউজের প্রতিবেদক জনৈক সাংবাদিকসহ কয়েকজনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

২৭ সেপ্টেম্বর মামলার রেকর্ডের পর পরই ওসি আবদুল মমিনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স এজাহারের তালিকাভুক্ত আসামী মৃত নমির উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৩৮) কে রসপুর বাজার থেকে আটক করে।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ডিজিটাল নিরাপত্তায় আইনের মামলায় অপর আসামীদের খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে, এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকেউ ছাড় দেয়া হবে না।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে