পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিশ্ববিদ্যালয় পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২০; সময়: ৭:০৮ অপরাহ্ণ |
পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিশ্ববিদ্যালয় পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁয় বদলগাছীতে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিশ্ববিদ্যালয় পুণ:স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বদলগাছী উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ ও ছাত্র পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ইমামুল আল হাসান তিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব বৌদ্ধনাথ টপ্পো, যুগ্ম-আহ্বায়ক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, পাহাড়পুর আদিবাসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, বদলগাছী বেসরকারী মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সমিতির সভাপতি শহিদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান হিরা প্রমূখ।

বক্তরা বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় ছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক একনেকে অনুমোদন প্রাপ্ত নওগাঁতে পাবলিক বিশ্ববিদ্যালয়টি ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও প্রত্নতত্ত্বকে প্রাধান্য দিয়ে ঐতিহাসিক পাহাড়পুরের আদলে বিশ্ববিদ্যালয় পুণ:স্থাপনের দাবী জানান।

উক্ত মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ প্রায় পাঁচশতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে