কোটি টাকা ব্যয়ে নাটোরে সড়ক প্রশস্তকরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০; সময়: ৮:৫৮ অপরাহ্ণ |
কোটি টাকা ব্যয়ে নাটোরে সড়ক প্রশস্তকরণ

নিজস্ব প্রতিবেদক : সিংড়ার চৌগ্রাম-টু কালিগঞ্জ ১৬ কিলোমিটার সড়ক আরও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে দেড়’শ কোটি টাকা। সড়কটি নির্মাণ হলে আত্রাই-রানীনগর উপজেলার পাশাপাশি আন্তঃজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

প্রাথমিকভাবে মেগা এই প্রজেক্টের সাইড পরিদর্শন করেছেন এলজিইডি অধিদপ্তরের প্রজেক্টের পিডি নাইমুদ্দিন মিয়া। শনিবার চৌগ্রাম-কালীগঞ্জ রাস্তার প্রশস্থকরণে সাইড পরিদর্শন করেন তিনি।

এসময় নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সিংড়া উপজেলা প্রকৌশলী হাসান আলী, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ছাতারদীঘি ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দ, সিংড়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমীন, চৌগ্রাম ইউপি আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোমেন জিন্না, ছাতারদীঘি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাদশা।

সিংড়া উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, চৌগ্রাম থেকে কালীগঞ্জ এই ১৬ কিলোমিটার রাস্তাটি প্রশস্থকরণ করা হবে। আমরা প্রজেক্ট তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে