মান্দায় প্রতিপক্ষের মারপিটে নারীসহ আহত ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০; সময়: ৫:০২ অপরাহ্ণ |
মান্দায় প্রতিপক্ষের মারপিটে নারীসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে দুই নারীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গনেশপুর ইউনিয়নের পারইল গ্রামে মারপিটের এ ঘটনা ঘটে।

মারপিটে আহতরা হলেন, পারইল গ্রামের অছিম উদ্দিন (৭০), রেজিয়া বেগম (৬৪) ও সুলতানা বিবি (৩০)। এদের মধ্যে অছিম উদ্দিন ও রেজিয়া বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার পারইল গ্রামের অছিম উদ্দিনের সঙ্গে প্রতিবেশি মালাবক্স গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঝড়ে পড়া একটি গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার দুপুরে প্রতিপক্ষের মালাবক্স, আতাউর রহমান, মিজানুর রহমানসহ অন্যরা দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে অছিম উদ্দিনের ওপর হামলা করে। তাকে বাঁচাতে স্ত্রী রেজিয়া বেগম ও পুত্রবধূ সুলতানা বিবি এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভক্তভোগী অছিম উদ্দিন বলেন, ‘আমার ভোগদখলীয় জমিতে থাকা একটি গাছ ঝড়ে ভেঙে পড়ে। গাছটি আমি কেটে নিয়েছি। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে।’

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি অবহিত নই। তবে এ ঘটনায় এজাহার পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে