নওগাঁর পত্নীতলার ওসিসহ ৪০ পুলিশ প্লাজমা দিলেন ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০; সময়: ৭:৩২ অপরাহ্ণ |
নওগাঁর পত্নীতলার ওসিসহ ৪০ পুলিশ প্লাজমা দিলেন ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য , এই স্লোগানকে বুকে ধারন করে নওগাঁ জেলা পুলিশের সুযোগ্য কর্ণধার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, পুলিশ সুপার নওগাঁ এর সার্বিক প্রচেষ্টায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তারের তত্ত্বাবধানে নওগাঁ জেলার করোনা যোদ্ধাগণ উক্ত সেলে প্লাজমা ডোনেট করার জন্য বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের বাসযোগে তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর উদ্দেশ্যে রওনা করেন।

নওগাঁ জেলার পুলিশের করোনা যোদ্ধাগণ এবার অন্যের জীবন বাঁচানোর জন্য তাঁরা নিজেদের শরীর থেকে প্লাজমা দিলেন। এদের মধ্যে পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তীও ছিলেন। উল্লেখ্য এ উপজেলার প্রথম করোনা আক্রান্ত হন ওসি পরিমল চক্রবর্তী ও পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান। পরে তারা সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

জানা যায় নওগাঁ জেলা পুলিশের ৪০ জন করোনা যোদ্ধা প্লাজমা দিতে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় প্লাজমা সেলে সকালে পৌঁছায় এবং প্লাজমা পরীক্ষা করেন । এদের মধ্যে ৮ জনের প্লাজমা অ্যান্টিবডি পাওয়া যায় সেই আটজনই প্লাজমা ডোনেট করেন ।

করোনাভাইরাস থেকে বাঁচার বিভিন্ন উপায় খোঁজ করে চলেছে সারা বিশ্বের মানুষ। এখনো পর্যন্ত এর ভ্যাকসিন ব্যবহার উপযোগী হয়নি, ট্রায়াল পর্যায়ে আছে। এই পরিস্থিতিতে ডাক্তারদের সবচেয়ে বিশ্বস্ত চিকিৎসা সহায়ক হল “প্লাজমা”। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার ১৪ দিন পরে সাধারনত আক্রান্ত ব্যক্তির শরীরে অ্যান্টিবডি সৃষ্টি হয়।

ওসি পরিমল চক্রবর্তী জানান, প্লাজমা ডোনেট করার পর তার শারীরিক কোনো সমস্যা দেখা দেয়নি তিনি সুস্থ আছেন এবং তিনি নিজ কর্মস্থলের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন।

  • 67
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে