রাণীনগরে পুলিশ পাহারায় বিএনপির বর্ধিত সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০; সময়: ৬:৩৬ অপরাহ্ণ |
রাণীনগরে পুলিশ পাহারায় বিএনপির বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আসন্ন উপ-নির্বাচনে বিএনপি’র বর্ধিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে পুলিশ পাহারায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উত্তেজনা কর পরিস্থীতি নিয়ন্ত্র করতে পুলিশের লাঠি চার্জে ফখরুল ইসলাম (৩২) নামে আওয়ামী লীগের এক কর্মী আহত হয়। এছাড়া দলীয় নেতা কর্মীদের হাতে দু’জন সাংবাদিক লাঞ্চিত হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টায় রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বানে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম এর পরিচিতি ও বর্ধিত সমাবেশের আয়োজন করা হয়। সকালে নেতা কর্মীরা উপজেলা দলীয় অফিসে আসার চেষ্টা করলে আওয়ামী লীগ প্রার্থীর সর্মথকরা বাধা দেয়। এসময় রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক মোশারফ হোসেনকে লাঞ্চিত করে।

এঘটনার ছবি তুলতে গেলে আবুল বাসার চঞ্চল নামে এক সাংবাদিকের মোবাইল ফোন কেরে নিয়ে লাঞ্চিত করে। অবশ্য পওে সাংবাদিকের ওই মোবাইল ফোন ফিরিয়ে দেয়া হয়। এর পর উত্তেজনা বেরে গেলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে বিএনপি’র নেতা কর্মীরা সমেবেত হয়ে দুপুর নাগাদ বর্ধিত সভা করে। রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক রোকনুজ্জামান খান রুকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, নওগাঁ পৌর বিএনপি’র আহ্বায়ক টুকু , প্রার্থী রেজাউল ইসলাম রেজু, তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক এছাহক আলী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্ণেল (অব:) আব্দুল লতিফ খান, রাণীনগর উপজেলার যুগ্ন আহ্বায়ক মোশারফ হোসেন প্রমূখ। এসময় আওয়ামীলীগ সর্মথীত প্রাথীর কর্মীরা মিছিল নিয়ে একই পথে অগ্রসর হতে থাকলে উত্তেজনা আরো বেরে যায়। এসময় নাসির উদ্দীন নামে এক সাংবাদিক ছবি তুলতে গেলে আওয়ামী লীগ সর্মথীত কর্মীরা তাকে লাঞ্চিত করে। এসময় পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশের লাঠি চার্জে ফখরুল ইসলাম নামে একজন আহত হয়।

রাণীনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক মোশারফ হোসেন বলেন, শান্তিপূর্ন সামবেশে যোগ দিতে আসলে আওয়ামীলীগ সর্মথীত প্রার্থীর কর্মীরা সমাবেশ বাঞ্চাল করতে বাধা দেয় এবং আমাকে লাঞ্চিত করেছে।

রাণীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় বলেন, আমরা মিছিল নিয়ে যাবার সময় বিএনপির লোকজন ও পুলিশ আমাদের উপর হামলা করে মারপিট করেছে। এতে ফখরুল ইসলাম নামে একজন আহত হয়েছে। এছাড়া সাংবাদিককে বিএনপির লোকজনরায় মারপিট করেছে বলে দাবি করেন তিনি।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, সাংবাদিককে লাঞ্চিত করার সময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে।

  • 151
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে