শিবগঞ্জে বিষাক্ত পদার্থে মারা গেছে মাছ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০; সময়: ১২:০১ পূর্বাহ্ণ |
শিবগঞ্জে বিষাক্ত পদার্থে মারা গেছে মাছ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর মৌজায় একটি জলাশয়ে বিষাক্ত পদার্থে (অ্যামোনিয়ার মাত্রা বেশি) প্রায় দেড়’শ মন মাছ মারা গেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- উপজেলার দুলর্ভপুর মৌজার কালপুর এলাকার আট বিঘার একটি জলাশয়ে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল হারুন অর রশিদ। হঠাৎ করে গত তিন দিন ধরে জলাশয়ে থাকা বিভিন্ন প্রজাতির সবগুলো মাছ মরে ভেসে উঠে। মাছগুলো মরে যাওয়ার প্রকৃত কারণ জানতে হারুন অর রশিধ পরীক্ষার জন্য স্থানীয় মৎস্য অফিস বরাবর লিখিত আবেদনের প্রেক্ষিতে বুধবার সকালে সরজমিনে পরিদর্শনে যান সম্প্রসারণ কর্মকর্তা আইনুদ্দিন হক।

এতে জলাশয়ের পিএইচ ও অ্যামোনিয়া পরীক্ষার করেন। পরীক্ষায় মাছ চাষে পিএইচ (৬.৫০-৮.৫০) ও অ্যামোনিয়া (০.০০-০.০০৫) এর তুলনায় অধিক মাত্রাই বিষাক্ত পদার্থ (অ্যামোনিয়া ২.০০ পিপিএম) পাওয়া যায়। এছাড়া জলাশয়ের পানির স্বাভাবিক রং ও অনেক কালচে প্রতিয়মান হয়।

ফলে অধিক মাত্রাই বিষাক্ত পদার্থ-অ্যামোনিয়ায় মাছগুলো মারা গেছে বলে চিহ্নিত করা হয়। এর আগে বাংলা সনের ১৩২৬-৩১ পর্যন্ত পাঁচ বছর মেয়াদি দশ লাখ টাকায় লিজ নেন মাছ চাষী হারুন অর রশিদ। প্রসঙ্গত, জলাশয়ের পূর্ব পাশে পৌরসভার বাসিন্দাদের ড্রেনেজ ব্যবস্থার পানি জলাশয়ে এসে পৌঁছে।

  • 45
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে