মুজিব বর্ষ উপলক্ষ্যে সান্তাহারে গাছের চারা বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০; সময়: ১১:৫৫ অপরাহ্ণ |
মুজিব বর্ষ উপলক্ষ্যে সান্তাহারে গাছের চারা বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার সান্তাহার পৌর আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টম্বর) সকাল ১০টায় সান্তাহার স্বাধীনতা চত্বরে সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব এস.এম জাহিদুর বারীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব কছিম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, আওয়ামীলীগ নেতা আবু রেজা খান, হুমায়ুন কবির বাদশা, আশরাফুল ইসলাম মন্টু, সাজেদুল ইসলাম চম্পা, জার্জিস আলম রতন, মুক্তিযোদ্ধা আনছার আলীসহ আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেত্ববৃন্দরা। সভা শেষে পাঁচ শতাধীক শ্রমজীবি মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

  • 47
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে