জয়পুরহাটে সময়ে নির্বাচনের দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২০; সময়: ৩:০৯ অপরাহ্ণ |
জয়পুরহাটে সময়ে নির্বাচনের দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট পৌরসভার সীমানা বৃদ্ধির মাধ্যমে নির্বাচন বানচাল করার জন্য গোপনে তথ্য দিয়ে সীমানা বৃদ্ধির গেজেট প্রকাশের প্রতিবাদে এবং সঠিক সময়ে জয়পুরহাট পৌরসভার নির্বাচনের দাবীতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট পৌরসভার সচেতন নাগরিক আয়োজিত মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহেদুল আলম বেনু, পৌর আওয়ামীলীগের সভাপতি আজম আলী, সাধারন সম্পাদক মাহমুদ হোসেন হিমু, পুরানাপৈল ইউপি’র সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নিখিল চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জয়পুরহাট পৌরসভার সীমানা বৃদ্ধির প্রস্তাবের মাধ্যমে গেজেট প্রকাশ করে নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে একটি মহল। পৌরসভার জনগন যৌক্তিক সীমানা বৃদ্ধির পক্ষে কিন্তু জনগনকে না জানিয়ে গোপনে নির্বাচন বন্ধ করার যে প্রক্রিয়া করা হচ্ছে তা অপচেষ্টা ও ষড়যন্ত্র। জনগন এই ষড়যন্ত্র মেনে নিবেনা আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

  • 29
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে