১৫ দিন পর শিবগঞ্জ সীমান্তে লাশ ফেরত দিল বিএসএফ

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০; সময়: ১০:৫৫ অপরাহ্ণ |
১৫ দিন পর শিবগঞ্জ সীমান্তে লাশ ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের ওপারে ভারতীয় সীমানা রেখায় বিএসএফের গুলিতে নিহত বাদশার লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী-বিএসএফ ও পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির উদ্যোগে বাংলাদেশ পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন রেজা ও ভারতীয় পুলিশের পক্ষে ছিলেন মালদার কালিয়াচক থানার উপ-পরিদর্শক (এসআই) রামচন্দ্র সাহা।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর গভীর রাতে বাদশাকে ভারতীয় সীমান্তে দেখতে পেয়ে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। পরদিন ভোর বেলায় তার মহদেহটি বিএসএফ নিয়ে যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে