চাঁপাইনবাবগঞ্জে পাউবো শ্রমিক কর্মচারী লীগের কমিটি ঘোষণা

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০; সময়: ৯:০৫ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে পাউবো শ্রমিক কর্মচারী লীগের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-পাউবো শ্রমিক কর্মচারী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি গোলাম মোস্তফা, পাউবো শ্রমিক কর্মচারী লীগ রাজশাহী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. আখতারুল ইসলাম টমাস, জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম রানা।

আরও উপস্থিত ছিলেন, পাউবো শ্রমিক কর্মচারী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শ্রী মিঠুনসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় পাউবো শ্রমিক কর্মচারী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সুজন আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, পাউবো শ্রমিক কর্মচারী লীগ রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও আ.লীগ নেতা আবুল বাসার, আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের অধীনে গত কয়েক বছরে জেলায় ২ হাজার কোটি টাকার বেশি কাজ হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদিচ্ছায় হাজার হাজার মানুষ নদী ভাঙন ও পানি বন্দির হাত থেকে রক্ষা পেয়েছে। কয়েক হাজার বিঘা ফসলী জমি রক্ষা করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দেশ ও জনগণের কল্যানে শ্রমিকলীগ নেতাকর্মীদের প্রতি কাজ করার আহ্বান জানান সাবেক এমপি আব্দুল ওদুদ।

পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-পাউবো শ্রমিক কর্মচারী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। ২ বছর মেয়াদী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মো. সুজন আলী ও সভাপতি হিসেবে মো. তরিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে