শিবগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসি সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০; সময়: ৮:৫০ অপরাহ্ণ |
শিবগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে এ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের প্রতি শারীরিক, মানসিক, যৌন নির্যাতন, জেন্ডার ভিক্তিক সহিংসতা এবং শিশু বিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভার আয়োজন করে এসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি। মিরাজ উদ্দীন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান ও উপজেলা এনজিও ফোরাম সভাপতি তোহিদুল আলম টিয়া।

এছাড়াও সভায় সোস্যাল ওয়ার্কার ইমদাদুল আলম, মনিটরিং ডকুমেন্টেশন অফিসার রুহুল আমিনসহ কিশোর কিশোরীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা- শিশুদের প্রতি শারীরিক, মানসিক, যৌন নির্যাতন, জেন্ডার ভিক্তিক সহিংসতা এবং শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। শেষে ১৭ জন কিশোর কিশোরীর মাঝে বিকাশের মাধ্যমে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে