নওগাঁয় সপ্তাহের ব্যবধানে চালের দাম বৃদ্ধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০; সময়: ৮:৩৩ অপরাহ্ণ |
নওগাঁয় সপ্তাহের ব্যবধানে চালের দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম ৩-৪ টাকা বৃদ্ধি পেয়েছে। নওগাঁ পৌর চাল বাজারের খুচরা ও পাইকারী চাল বিক্রেতারা গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশি দামে চাল বিক্রি করছেন ।

এতে সাধারণ ক্রেতারা চালের দাম বেশি হওয়ার কারনে চাল না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন চাল বিক্রতেরা । তারা জানান-গত সপ্তাহে মোটা সহ সকল প্রকার চালের দাম কেজিতে বেড়েছে ৩-৪ টাকা। এতে করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন যারা দৈনন্দিন চাল কিনেন তারা বিপাকে পরেছেন। বিক্রেতারা জানান- মিলাররা চাল মজুদ করে চালের দাম বেশি করছেন।

তারা চালের দাম কমের সময় চাল মজুদ করার কারনে সপ্তাহের ব্যবধানে চালের দাম ঊঠা নামা করে বলে অভিযোগ করেছেন নওগাঁ পৌর চাল ব্যবসায়ীরা।

এদিকে, গত সপ্তাহে মোটা জাতের চালের দাম ৩৬-৩৮ টাকা থাকলেও এ সপ্তাহে তা বেরে ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে চিকন জাতের চালের দাম গত সপ্তাহে ৪৬-৪৮ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে তা বেড়ে ৫০-৫২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন নওগাঁ পৌর খুচরা ও পাইকারী চাল বিক্রেতারা।

  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে