জয়পুরহাট পৌরসভার সীমানা বৃদ্ধির গেজেট বাতিলের দাবি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০; সময়: ৫:২২ অপরাহ্ণ |
জয়পুরহাট পৌরসভার সীমানা বৃদ্ধির গেজেট বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট পৌরসভার সীমানা বৃদ্ধি করে তিন ইউনিয়নের পল্লী এলাকাকে শহর ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিলের দাবি করেছে এলাকাবাসী। সচেতন নাগরিক সমাজের ব্যানারে সোমবার সকাল ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে তারা তিন দিনের কর্মসূচীর পাশাপাশি আইনী লড়াইয়েরও ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আ’লীগ নেতা মাহমুদ হোসেন হিমু। তারা অভিযোগ করেন,আগামী ডিসেম্বর মাসে জয়পুরহাট পৌরসভার নির্বাচনকে বাধাগ্রস্থ করতেই একটি কুচক্রী মহল তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগসাজসী করে এ গেজেট প্রকাশ করেছে। গেজেট বাতিলের দাবিতে তিন দিনের কর্মসূচীর ঘোষণা করা হয় ওই সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে আ’লীগ নেতা আজম আলী,নিখিল চন্দ্র ও ফারুক হোসেন সহ বর্ধিতকরণ এলাকার শতাধিক ভোটার উপস্থিত ছিলেন।

  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে