সিন্ডিকেট করে চাউলের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০; সময়: ১:০৫ অপরাহ্ণ |
সিন্ডিকেট করে চাউলের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সিন্ডিকেট করে চাউলের দাম বাড়ানো হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষক ও ভোক্তার সমন্বয় করে চাল আমদানী নীতিমালা করেছে সরকার। যাতে করে ক্রেতারা সুলভ মূল্যে চাউল ক্রয় করতে পারে। রবিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ হলরুমে আইন শৃংখলা মিটিং এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, কোন ব্যবসায়ী এই মহুর্তে সিন্ডিকেট করে চাউলের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের চরম মূল্য দিতে হবে। চাউলকল মালিকদের কঠোর হুশিয়ারী দিয়ে মন্ত্রী বলেন, গত মৌসুমে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েও চাউল দেননি তাদের জন্যও থাকছে বিভিন্ন মেয়াদে শাস্তির ব্যবস্থা।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী’র সভাপতিত্বে মিটিং এ উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার প্রমুখ।

এ সময় সেখানে উপজেলা প্রশাসনের সকল অফিসার, সকল ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। মিটিং শেষে ১০ জন রোগীকে এককালীন চেক প্রদান করেন খাদ্যমন্ত্রী।

এরপর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা সভা এবং শেষে সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের চারতলা বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে