চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএনসি

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০; সময়: ৯:২২ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএনসি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যবলেটসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বাবলাবোনা এলাকার মোছা. রুবিয়া বেগম ও মৃত গোলাম রব্বানীর ছেলে মো. রনি (২০)।

জানা গেছে, পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে উপ-পরিদর্শক আসাদুর রহমান, উপ-পরিদর্শক রেজওয়ান মোরশেদ, মো. তাসরিকুল ইসলাম, সিপাই আল-আমিন, সিপাই হাবিবা খাতুন, জাহিদুল ইসলাম ও মো. খাদেমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।

আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ৮ টার দিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ নং সুন্দরপুর ইউনিয়নের ইংলিশ মোড় হতে ৬ নং বাঁধ অভিমুখী পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবাসহ রনিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

  • 42
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে