সুখে-দুঃখে কৃষকের পাশে থাকার অঙ্গীকার খাদ্যমন্ত্রীর

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০; সময়: ৬:২৮ অপরাহ্ণ |
সুখে-দুঃখে কৃষকের পাশে থাকার অঙ্গীকার খাদ্যমন্ত্রীর

জেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : আমি কৃষকের সন্তান। চাষি পরিবারে বড় হয়েছি। কৃষকের সুখ-দু:খ বুঝি। সব সময় কৃষকের সাথে ছিলাম। এখনও আছি। আগামীতে দিনেও সুখে-দু:খে কৃষকের পাশেই থাকব এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গতকাল বিকেলে নওগাঁয় জেলা কৃষক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় প্রধান বক্তা ছিলেন কৃষক লীগের সভাপতি বাবু সমীর চন্দ। সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল ওয়াহাব।

সভায় মন্ত্রী আরো বলেন- দেশের জন্য সব কিছু উজার করে দিয়েও কৃষক বঞ্চিত হয়েছে। বিএনপি-জামায়াত সরকারের সময় সারের জন্য গুলি খেয়ে প্রান হারিয়েছেন। কিন্তু সেই দিন আর নেই। শেখ হাসিনার সরকার কৃষকের উন্নয়নে নিরলস কাজ করছে। তাই আগামীতে আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সাপতি নির্মল কৃষ্ণ সাহা, কৃষক লীগের রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল লতিফ তারিন, সিলেট বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা ড. হাবিবুল্লাহ্, রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু, জয়পুরহাট জেলা কমিটির সভাপতি এ্যাড. ফিরোজা বেগম, বগুড়া জেলা কমিটির সভাপতি আলমগীর বাদশা, নওগাঁ জেলা কমিটির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল।

এছাড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতার, সাধারন সম্পাদক লিপি সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নি শর্মা, সাংগঠনিক সম্পাদক লাবনী সাহা, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাতিসা আলম, সাধারণ সম্পাদক ফেন্সি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে