মান্দায় মাদরাসা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০; সময়: ৩:৪৩ অপরাহ্ণ |
মান্দায় মাদরাসা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার বড়বেলালদহ ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার একাডেমিক নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি নুর মোহাম্মদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম, ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাও. আব্দুল কাইয়ুম, শিক্ষক আব্দুল আলিম প্রমুখ।

সংশ্লিষ্ট সুত্র জানায়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বাস্তবায়ন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁর তত্ত্বাবধানে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বড়বেলালদহ ইসলামিয়া ফাজিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে