ধামইরহাটে নদীতে গোসল করতে গিয়ে আর ফেরা হলো না রিয়াদের!

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ৭:১৭ অপরাহ্ণ |
ধামইরহাটে নদীতে গোসল করতে গিয়ে আর ফেরা হলো না রিয়াদের!

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাট আত্নীয় বাড়ী বেড়াতে এসে আর বাড়ী ফেলা হলো না কিশোর রিয়াদ হোসেনের। গোসল করতে গিয়ে নদীগর্ভে তলিয়ে যান ওই কিশোর।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুল কাদের জানান, ১৫ সেপ্টেম্বর বিকেলে আড়ানগর ইউনিয়নের নাম্বা সিঙ্গারুল গ্রামের মোশারফ হোসেনের জমজ দুই ছেলে রিয়াদ ও জিহাদ আলমপুর ইউনিয়নের শিমুলতলী নদী সংলগ্ন চৌঘাট এলাকার জগন্নাথপুর গ্রামের আমজাদের বাড়ীতে বেড়াতে আসে।

পরদিন ১৬ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে নদীতে গোসল করতে যায় কয়েকজন শিশু, রিয়াদ-জিহাদও নদীতে গোসল করতে যায়। কিন্তুু আমজাদের ছেলে ও নিখোজ রিয়াদের ছোট ভাই জিহাদ ভাই রিয়াদ না পেয়ে দিক বিদিক খোজাখুজি করেন। মুহুর্তের মধ্যেই ঘটনা জানাজানি হলে পত্নীতলা ফায়ার সার্ভিস বিকেলে অভিযান শুরু করে। তাতে কোন সন্ধান না পেয়ে সন্ধ্যায় রাজশাহী থেকে ডুবুরি লিডার নুরুন্নবীর নেতৃত্বে ৪-৫ জন ডুবুরি নদীতে রাত ৯ টা পর্যন্ত অনুসন্ধান চালিয়ে নিখোজ রিয়াদের কোন সন্ধান পাওয়া যায় নি।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং ১৭ সেপ্টেম্বর দিনভর নদীতে খোজাখুজি চলছিল বলে জানান তিনি।

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে