ধামইরহাটে ৫ যুগ পরে মাদরাসা ও দেড় যুগ পর কলেজ পেল নতুন ভবন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ৭:১৩ অপরাহ্ণ |
ধামইরহাটে ৫ যুগ পরে মাদরাসা ও দেড় যুগ পর কলেজ পেল নতুন ভবন

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রতিষ্ঠার ৫ যুগ পরে একটি মাদরাসা ও দেড় যুগ পর একটি কলেজে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় ২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়া আগ্রাদ্বিগুন মহাবিদ্যালয়ে ৮৫ লাখ টাকা বরাদ্দে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার, এম.পি।

এর আগে বিকেল সাড়ে ৪ টায় খেলনা ইউনিয়নের লোদিপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় একই বরাদ্দে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা একাডেমিক ভবনেরও উদ্বোধন করেন তিনি। লোদিপুর ইসলামিয়া দাখিল মাদরাসাটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ নেতা তমিজ উদ্দিন ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতীফ মিরের সভাপতিত্বে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আগ্রাদ্বিগুন ইউনিয়ন যুবলীগের সাবেকস সভাপতি আবু সুফিয়ান খানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ শহীদুজ্জামান সরকার। এ সময়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, অধ্যক্ষ মোজাফফর রহমান, অফিসার ইনচার্জ আবদুল মমিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সালেহ উদ্দিন আহমেদ, ইউনিয়ন আ’লীগ সম্পাদক আজিজুল হক সরকার বকুল, সুপার আইনুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, জাহিদ হাসান, সাজু খন্দকার প্রমুখ।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে