বদলগাছীতে যুবলীগের নাম ব্যবহার করে সরকারি জায়গা দখল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ১১:৪০ পূর্বাহ্ণ |
বদলগাছীতে যুবলীগের নাম ব্যবহার করে সরকারি জায়গা দখল

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে যুবলীগের নাম ব্যবহার করে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার মথুরাপুর ইউনিয়ন যুবলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে গোবরচাপা-মিঠাপুর রাস্তার বিআরডিসি সংলগ্ন সরকারি জায়গা অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করছে।

যুবলীগের নাম ভাঙ্গিয়ে এবং অবৈধভাবে সরকারি জমি দখল করায় মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এশরাখ আলী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তথ্য সংগ্রহকালে এবং অভিযোগ সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের কর্মীরা অফিস ঘর নির্মাণের জন্য ঐস্থানে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। কিন্তু কিছুদিন পরেই সেখানে আর সাইনবোর্ড দেখা যায়নি। অফিস ঘর নির্মাণ না করে ১০/১৬ দিন পূর্বে মথুরাপুর ইউপির ৯নং ওয়ার্ড যুবলীগ কর্মী তৌহিদ, আসাদ, সোহেল, উজ্জল, মেহেদী, আনিছুর, বায়েজিদ, মিলন গং টিনসেড দিয়ে ৭/৮ টি দোকান ঘর নির্মাণ করে। আর এ ঘর নির্মাণকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগের মধ্যে দুটি গ্রুপে বিভক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. এশরাখ আলী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এশরাখ হোসেন বলেন, ঐ জায়গায় অফিস নির্মাণের জন্য সাইবোর্ড টাঙ্গানো হয়েছিল। কিন্তু যুবলীগের কিছু সদস্য ব্যক্তি স্বার্থে সেখানে দোকান ঘর তৈরি করছে। সংগঠনের বদনাম হোক এটা আমি চাই না। কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই থানায় একটি অভিযোগ করেছি।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এশরাখ হোসেন থানায় একটি অভিযোগ দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে