শিবগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ১১:০৩ পূর্বাহ্ণ |
শিবগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ বোতল বিদেশি মদসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আটক মদের মূল্য আনুমানিক ১৪ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১ ওয়ার্ড বালিয়াদিঘি এলাকার শেফালী বেগম ও মোশারফ হোসেনের ছেলে মাসুম আহম্মেদ রাজু (২২), মৃত ছানোয়ারা বেগম ও মগলু মিয়ার ছেলে শামীম হোসেন (২২) ও শাহনাজ বেগম ও মৃত ছালাম মিয়ার ছেলে মো ছামির (২০)।

প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার দিবাগত রাত পৌণে ১ টার দিকে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের ছোট সোনামসজিদ হতে আনুমানিক ৫০ গজ উত্তরে মোজাম্মেল হকের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭ বোতল বিদেশি মদসহ রাজু, শামীম ও ছামিরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ১৬ সেপ্টেম্বর বুধবার রাত সোয়া ১০ টার দিকে অভিযানটি চালানো হয়।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মেজর নাজমুস শাকিব এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন এর নেতৃত্বে অভিযানটি চালানো হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ একটি সীমান্তবর্তী জেলা হয়ায় এ জেলার সীমান্ত এলাকা দিয়ে বেশিরভাগ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে। আর এই সকল মাদকদ্রব্য কিছু প্রসিদ্ধ মাদক ব্যবসায়ী বিভিন্ন উপায়ে ও কৌশলে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এ সকল মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

  • 137
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে