নাটোরে ৬৮ হাজার মেট্রিক টন পিঁয়াজ মজুদ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০; সময়: ৪:৩৭ অপরাহ্ণ |
নাটোরে ৬৮ হাজার মেট্রিক টন পিঁয়াজ মজুদ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের নিচাবাজার ও স্টেশন বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। পিঁয়াজের বাজার স্থীতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, নাটোর জেলা একটি পিঁয়াজ উৎপাদন কারী ও উদ্বৃত্ত রয়েছে পিঁয়াজ ৬৮ হাজার মেট্রিক টন যা চাহিদার চেয়ে বেশি। এই কারণে পেঁয়াজের মুল্য বৃদ্ধি কোন যৌক্তিক কারণ নেই। পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা চলছে। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত অব্যহত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাগণ। এদিকে নাটোরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি পিঁয়াজের খুচরা বাজার মূল্য ৮০ টাকা থেকে ৯০ টাকা। আর আমদানি করা পিঁয়াজের দাম ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

  • 87
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে